ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বকনা বাছুর বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৩৩ এএম

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসেবে মৌলভীবাজারে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে ৬০ জন উপকারভোগীর বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকার রোববার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অনুদান হিসেবে এসব বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমা পদ দে, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।