ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

অসহযোগ আন্দোলন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৫৬ এএম

আট দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অসহযোগ আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালন করা হয়। পরে গতকাল দুপুর থেকে আজ সোমবার সকাল পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।  দাবিগুলো হচ্ছেÑ ইয়ারড্রপ-সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ, কারিকুলাম-বিষয়ক তথ্য প্রদান, সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ, গ্রেডশিটসহ ফলাফল প্রকাশ, সেমিস্টার সময়সীমা নির্ধারণ, সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহণ, শিক্ষকের সংকট নিরসন, কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার মনোন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা। কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যেসব যৌক্তিক দাবি রয়েছে, তা অবশ্যই মেনে নেওয়া হবে।