বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম আসিফুজ্জামান। তিনি ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোববার (২০ জুলাই) এক অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি তার হাতে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এস এম আসিফুজ্জামান এর আগে ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন। তার নেতৃত্বেই দলটি বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ জয় করে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। এরপর তিনি ২০১৯-২৫ সাল পর্যন্ত বসুন্ধরা কিংসের সহকারী কোচ এবং ২০২১-২২ মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশা প্রকাশ করে বলেন, ‘নতুন কোচের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আগামীতেও বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, ক্লাব ম্যানেজার ও উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং সহ-সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা।