ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১০:৫৯ এএম
সাকিব আল হাসান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অনুপস্থিতির সময় পেরিয়েছে প্রায় ৯ মাস। তবে বাংলাদেশের ক্রিকেটে তার প্রভাব এখনো অটুট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে বারবার ভেসে ওঠে ‘সাকিব, সাকিব’ ধ্বনি।

ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্টজন, তাদের একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খেলা চলাকালে তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, সাকিবের ভবিষ্যৎ খেলা তার ফর্ম এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।

তিনি বলেন, সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কি না, সেটা তার ওপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না। সেটা বিশ্বাসও করি না। যে যোগ্য, সে অবশ্যই আসবে।

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

ম্যাচ শেষে মির্জা ফখরুল বলেন, আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।

ম্যাচ দেখতে এসেছিলেন মুশফিকুর রহিমও। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই, তবে খেলা দেখতে আসেন তার সন্তানকে সঙ্গে নিয়ে। মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার বলে জানান তিনি।

বাংলাদেশের জার্সিতে মাঠে না নামলেও সাকিব এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেকেই অলরাউন্ড পারফরম্যান্স দেখান। বর্তমানে তিনি খেলছেন ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টি-টেন টুর্নামেন্টে মায়ামি ব্লেজ দলের হয়ে।