ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তে পাইলট তৌকির নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:১২ পিএম
পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ছবি- সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাইলট তৌকির ইসলাম সাগরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, যেখানে বিকেল ৩টা ৪৫ মিনিটে (পৌনে ৪টা) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিজানুর রহমান জানান, ‘ছুটির সময় হঠাৎ করেই বিকট শব্দে একটি বিমান স্কুল ভবনের এক পাশে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।’

দুর্ঘটনার পরপরই শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিক থেকে মানুষ ছোটাছুটি শুরু করে।

ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনীর সদস্য, ২ প্লাটুন বিজিবি এবং নৌবাহিনীর উদ্ধারকর্মীরা।

আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত সিএমএইচ-এ নেওয়া হয়।

আইএসপিআর জানিয়েছে, ‘বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’