ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

‘পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:০৯ পিএম
শাকিব খান। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় নায়ক শাকিব খান শোক জানিয়ে নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

শাকিব খানের পোস্ট

শাকিবের পোস্টে মন্তব্য করেছেন অসংখ্য অনুরাগী। এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করছেন সবাই।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৯ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।