ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক হাতপাখাকে ভোট দিয়ে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, অন্যান্য দল বারবার সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু হাতপাখা একবার ব্যর্থ হলে আর কখনও নির্বাচনের মাঠে আসবে না। রোববার (২০ জুলাই) কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে মুফতি ফয়জুল করীম বর্তমান রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, অনেকেই বলে হুজুর, আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ।
এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা হলো শাহী চাঁদাবাজ।
তিনি উদাহরণ দিয়ে বলেন, আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, তারা হলো 'শাহী চাঁদাবাজ'। অন্যদিকে, যারা মুচি, ঋষি বা টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি করে, তারা 'ছেঁচড়া চাঁদাবাজ'। তিনি চাঁদাবাজমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মুফতি ফয়জুল করীম ভারত ও বাংলাদেশের সম্পর্কের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির।
তিনি জোর দিয়ে বলেন, এইদেশ মুসলমানদের দেশ— এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তিনি সতর্ক করে দেন যে, যদি ইসলামকে নষ্ট বা ধ্বংস করা যায়, তবে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ব্যবহার করে ভারত একদিন না একদিন এই দেশকে দখল করে নেবে।
কাশ্মির ও হায়দরাবাদের উদাহরণ টেনে তিনি বলেন, ভারত কীভাবে একসময়ের স্বাধীন অঞ্চলগুলোকে দখল করেছে। সম্প্রতি ভারতের প্রকাশিত মানচিত্রে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দেখানোর বিষয়টিও উল্লেখ করে তিনি দেশের মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানান।
ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), ইসলামী যুব আন্দোলনের জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।