ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

গত এক দশকে দেশে যত প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:৫১ পিএম
চট্টগ্রামে বিমান বিধ্বস্ত। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ-৭ বিজিআই বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে আবারও আলোচনায় এসেছে সামরিক প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা ইস্যু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি একটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় আকাশে আগুনের গোলা দেখা যায় এবং বিকট শব্দে আশপাশ এলাকা কেঁপে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল।

চীনে তৈরি এই এফ-৭ বিজিআই বিমান ২০১৩ সালে বাংলাদেশে যুক্ত হয়। এটি প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ অভিযানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। প্রতিটি বিমান আনুমানিক ৯ থেকে ১২ মিলিয়ন ডলারে ক্রয় করা হয়। উন্নত এভিয়নিক্স ও মাল্টিরোল সক্ষমতার কারণে এটি বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত এক দশকে বাংলাদেশে একাধিক সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। নিচে উল্লেখ করা হলো কিছু আলোচিত দুর্ঘটনার বিবরণ।

গত এক দশকের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাসমূহ:

২০ ডিসেম্বর ২০১০ | বরিশাল

বরিশালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। বিমানটি ‘কাট অ্যান্ড গো’ প্রশিক্ষণ চলাকালে রানওয়ে লেভেল থেকে উপরে উঠতে ব্যর্থ হয় এবং বিমানবন্দরের সীমান্ত দেয়ালের ৪০ ফুট দূরে ছিটকে পড়ে। এতে বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

০১ এপ্রিল ২০১৫ | রাজশাহী

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষানবিশ পাইলট তামান্না রহমান নিহত হন। আহত হন প্রশিক্ষক পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামাল। উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটিতে আগুন ধরে যায়।

২৯ জুন ২০১৫ | যশোর

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) বিধ্বস্ত হয়ে পাইলট সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হন। আইএসপিআর জানায়, বিরূপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।

১১ জুলাই ২০১৭ | লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানে আগুন ধরে গেলেও প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন।

২৭ ডিসেম্বর ২০১৭ | মহেশখালী, কক্সবাজার

মহেশখালীর আকাশে বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বিমানই বিধ্বস্ত হয় এবং ধ্বংসাবশেষ পড়ে পুটিবিলা ও ছোট মহেশখালীর লবণ মাঠ ও পানের বরজে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

২৩ নভেম্বর ২০১৮ | মধুপুর, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হন। বিমানটি বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং টেলকি ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

১৫ অক্টোবর ২০২৩ | বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার বড়মহর গ্রামে বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে দুইজন পাইলট থাকলেও তাঁরা সুস্থ ছিলেন। প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে।

০৯ মে ২০২৪ | পতেঙ্গা, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গায় ইয়াক-১৩০ মডেলের একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। এতে পাইলট অসীম জাওয়াদ আহত অবস্থায় বিএনএস ঈসা খাঁ হাসপাতালে ভর্তি হন এবং পরে মৃত্যু বরণ করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা ঘটনাটি নিশ্চিত করেন।

উত্তরার সাম্প্রতিক দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। আইএসপিআর জানিয়েছে, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, না কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।