ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়। এ সময় ১ জনের মরদেহ উদ্ধার হয়। তার বয়স আনুমানিক ১২ বছর।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার আলী’ নামের দোতলা ভবনে বিমানটি আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজে অংশ নেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরাও।
পরে বিকেলে ১৯ জন নিহতের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় অন্তত ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যও পাওয়া গেছে।
নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।