ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

পুকুর পাড়ে খেলতে গিয়ে তলিয়ে গেল শিশু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৯ পিএম
প্রতীকী ছবি

যশোরে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে গিয়ে সাকিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ইছালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব ইছালী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে খেলা করছিল সাকিব। এসময় সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে সাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’