ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

এটিইউর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত  আইজিপি রেজাউল করিম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:২৭ পিএম

পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্বভার নিয়েছেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম। সংস্থাটির পক্ষ থেকে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার এটিইউতে যোগদানের পরপরই রেজাউল করিম বাহিনীর সব স্তরকে আরও দক্ষ ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ রেজাউল করিম ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, পিটিসি নোয়াখালী, আরআরএফ ঢাকা, এটিইউ এবং সম্প্রতি সিলেটে মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।