বগুড়ার সোনাতলা উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে মোকামতলা-সোনাতলা সড়কের বোচারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ইয়াদুল আকন্দ (৪০) সোনাতলা উপজেলার মু-ুমালা এলাকার মৃত হারেজ উদ্দিনের ছেলে। সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোকামতলা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তবে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সেটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক শনাক্ত ও আটক করতে তদন্ত চলছে।