ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট সরকার ৩০ লাখ কোটি টাকা নিয়ে পালিয়েছে: সেলিমুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:১৪ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত ১৬ বছরের শাসনকালে একটি জালিম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুটে বিদেশে পালিয়ে গেছে। এই ১৬ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা চুরি হয়েছে, যা পুরো দেশের চারটি বাজেটের সমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক পথসভায়ও বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘মানুষ তাদের অধিকার আদায়ের জন্য বহু সংগ্রাম করেছে, কিন্তু সেই অধিকার আজও পূর্ণতা পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, তাতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকার যে ধরনের কাজ করেছে, সেই কাজ থেকে আপনারা বিরত থাকুন। স্বাধীনভাবে সবার মতামত প্রকাশের সুযোগ দিন। কোনো পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিষয়ে নিরীহ মানুষকে হয়রানি করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা। তা অর্জন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন।’

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, ‘আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিছু অপশক্তি নির্বাচনে জনগণের ভোট প্রদানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা সব চক্রান্ত প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার শপথ গ্রহণ করব।’

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিনা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম খান, সাজ্জাদ করিম মন্টু, মো. আহাদ আলী সিকদার, মো. সেলিম মোল্লা, আক্তার মিনা, মো. শামীম মিয়া, অশোক কুমার মৃধা, সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।