ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনসিসির কর্মচারীদের ছুটি বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৮:৩৭ পিএম
ডিএনসিসি-এর লোগো। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবার (২১ জুলাই) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ডিএনসিসির জোন-১ (উত্তরা) এলাকার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমে তাৎক্ষণিক সাড়া দিতে জোন-১-এর সব জনবলকে মাঠে নামানো হয়েছে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।’

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএনসিসি প্রশাসক।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাশাপাশি সবাইকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।