ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সিবিসাসের নতুন কমিটির ​​​​​​​সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৮:৩৯ পিএম
আবুল কালাম, রহিম শেখ, স্বপ্না চক্রবর্তী ও সেলিম আহমেদ। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকায় কর্মরত সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহসভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), যুগ্ম সম্পাদক স্বপ্না চক্রবর্তী (রূপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দপ্তর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল হাসান সোহেল, (ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী, (বাণিজ্য প্রতিদিন) নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

প্রসঙ্গত, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।