ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরা বিমান দুর্ঘটনা

মানবিকতায় নজির গড়ছেন আর্টসেলের লিঙ্কন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:০৬ এএম
জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ভোকাল ও গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি’কস্টা। ছবি- সংগৃহীত

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাঁরা শুধু শোক নয়, সহমর্মিতার কণ্ঠে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের একজন হচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের ভোকাল ও গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি’কস্টা। দুর্ঘটনার প্রথম দিক থেকেই তিনি একের পর এক সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তদানের আহ্বান, নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য, মৃতদেহ শনাক্তে সহায়তামূলক পোস্ট দিয়ে চলেছেন।

একটি পোস্টে জর্জ লেখেন, ‘বাচ্চাগুলোর দিকে তাকানো যাচ্ছে না… যারা ব্লাড দিতে পারবেন তাড়াতাড়ি নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান প্লিজ। ঈশ্বর সবাইকে রক্ষা করুন…।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘মাইলস্টোনের স্কুলের কারো খোঁজের বা ব্লাডের জন্য যে কোনও পোস্টের মাধ্যমে যদি সাহায্য করতে পারি অবশ্যই আমাকে জানাবেন, আমি পোস্ট করবো।’

তার পোস্টে উঠে এসেছে নিহত শিশুদের নাম ও পরিচয়ও— যেমন ‘নাম: নুসরাত জাহান আনিকা, কোড নম্বর: ২০৪৮৩, ক্লাস: ৩’ এবং ‘নাম: মেহনাজ আফরিন হুমাইরা, কোড নম্বর: ১৮২৫, ক্লাস: ২’। এসব তথ্যের সাথে যোগাযোগ নম্বর দিয়ে মৃতদেহ শনাক্ত করতে পরিবারের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

নিখোঁজদের বিষয়েও সরব ছিলেন জর্জ। এক পোস্টে লিখেছেন, ‘নাম: সাদ সালাহউদ্দিন, ক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম), কোড নং: ০২৬৭, সেকশন: ক্লাউড (মেঘ)। এখনো তাকে পাওয়া যাচ্ছে না…।’ আরেকটি পোস্টে বলেন, ‘আমার বোন নিখোঁজ… নাম: সায়মা আক্তার, শ্রেণী: তৃতীয়, সেকশন: ক্লাউড। পরিচিত/সম্ভাব্য প্রার্থীদের সহায়তা কামনা করছি।’

এছাড়াও তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে রক্তের জরুরি প্রয়োজন জানিয়ে লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থীদের জন্য জরুরি রক্তের প্রয়োজন। আগ্রহী ব্যক্তিরা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি হটলাইনে যোগাযোগ করতে পারেন: ০১৯৪৯০৪৩৬৯৭।’

ঘটনাস্থলে না গিয়েও একজন দায়িত্ববান মানুষ হিসেবে তিনি সামাজিক মাধ্যমে থেকেই চালিয়ে যাচ্ছেন সহায়তার এ প্রয়াস। বিপদের সময় তাঁর এই মানবিক ও আন্তরিক ভূমিকাই যেন প্রমাণ করে দেয়, একজন শিল্পী কেবল কণ্ঠে নয়, হৃদয়ে রেখেও গান গাইতে পারেন— মানুষের জীবনের জন্য।