ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী রাইসা এখনো নিখোঁজ, খুঁজছে পরিবার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১০:৫০ পিএম
রাইসা মনি (৯)। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী রাইসা মনি (৯)-এর সন্ধান চায় পরিবার। সে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশু রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের মো. সাহাবুল শেখার মেয়ে।

সোমবার (২১ জুলাই) রাতে নিখোঁজ শিশুর চাচা ইমদাদুল রূপালী বাংলাদেশকে জানায়, ‘আমার ভাতিজি রাইসা মনির কোনো সন্ধান পাচ্ছি না। উত্তরার বিভিন্ন হসপিটাল এবং জাতীয় বার্ন ইউনিটেও আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাইনি। সে উত্তরা মাইলস্টোন স্কুলের স্কাইস সেকশনের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। যদি কেউ আমার ভাতিজির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে জানাতে পারেন। মোবা: 01925932229।’