ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বেতনে কে এগিয়ে মেসি না ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:৫০ এএম
লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের নতুন উদীয়মান তারকা লামিন ইয়ামাল সম্প্রতি বার্সেলোনার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি ক্লাব ও দেশের হয়ে নিজের জাত চিনিয়েছেন।

অন্যদিকে, কিংবদন্তি লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলছেন এবং ক্যারিয়ারের শেষ প্রান্তে রয়েছেন। দুই প্রজন্মের দুই তারকার বেতন ও প্রভাব নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা তুঙ্গে।

লা মাসিয়ার ঘর থেকে উঠে আসা ইয়ামালকে ইতোমধ্যে ‘নতুন মেসি’ বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। বাম পায়ের উইঙ্গার হিসেবে তার খেলার ধরণ, বল কন্ট্রোল ও গতি অনেকাংশে মেসিকে স্মরণ করিয়ে দেয়।

দুই মৌসুমেই তিনি একাধিক বয়সভিত্তিক রেকর্ড ভেঙেছেন এবং এখন বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর অ্যাটাকিং খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন।

এই উত্থানের পুরস্কার স্বরূপ ইয়ামাল পেয়েছেন বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি—যা এক সময় মেসির গর্বের প্রতীক ছিল।

সম্প্রতি তার সঙ্গে ক্লাবটি ২০৩১ সাল পর্যন্ত একটি নতুন চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ইয়ামাল প্রতি বছর বেসিক বেতন হিসেবে পাচ্ছেন ১.৫ কোটি ইউরো, যা বিভিন্ন পারফরম্যান্স বোনাসসহ ২ কোটি ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে।

তার বর্তমান বাৎসরিক বেতন, বোনাসসহ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা (১ মার্কিন ইউরো = ১২৫ টাকা হিসেবে)।

এদিকে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS)–এ সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড়। ইন্টার মিয়ামির সঙ্গে তার বার্ষিক বেসিক বেতন ২ কোটি ডলার।

তার বর্তমান বাৎসরিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০ কোটি টাকা (১ মার্কিন ডলার = ১১৫ টাকা হিসেবে)।

মেসি কেবল মাঠেই নয়, মার্কিন ফুটবলে জনপ্রিয়তা ও বাজার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আটবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন।