নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আল আমিন গংদের বিরুদ্ধে। অভিযোগকারী কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মো. জহিরুল হক জানিয়েছেন, দীর্ঘ ২৯ বছর ধরে খরিদকৃত ও খারিজভুক্ত ১১ শতক জমি তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি আল আমিন, তার বাবা রুহুল আমিন, স্ত্রী স্বপ্না বেগমসহ আরও ১০-১২ জনের একটি দল ওই জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত হয়। তারা জোরপূর্বকভাবে মাটি ভরাট ও নির্মাণকাজ শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জহিরুল হক বাধা দেন। এ সময় দা, কোদাল, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশে তেড়ে এলে তিনি দৌড়ে প্রাণে বাঁচেন বলে অভিযোগ করেন।
জহিরুল হক জানান, অভিযুক্তরা নিয়মিত তাকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন। উল্লেখ্য, এই জমি নিয়ে এর আগেও নরসিংদী সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (মোকদ্দমা নং ৪০৮/২০১১) এবং ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় নরসিংদী এম মামলা (নং ৯৪৬/২০২১) বিচারাধীন রয়েছে।
মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টাকে আইনবিরোধী ও অবমাননাকর বলে দাবি করেন ভুক্তভোগী জহিরুল হক। তিনি এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।