ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

সেবার নামে রোগীদের কাছে যৌন সুবিধা চাইতেন চিকিৎসক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৭:৪০ এএম
ছবি- সংগৃহীত

নিউ জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী চিকিৎসক রিতেশ কালরা সেবার নামে প্রতারণা এবং নারী রোগীদের যৌন হয়রানির অভিযোগে গৃহবন্দী হয়েছেন।

এনডিটিভি রোববার জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন না।

অভিযোগ উঠেছে, ডা. কালরা বৈধ কারণ ছাড়াই রোগীদের, বিশেষ করে নারী রোগীদের, নেশাজাতীয় ব্যথানাশক ওপিয়ড সরবরাহ করতেন এবং এর বিনিময়ে তাদের কাছ থেকে যৌন সুবিধা দাবি করতেন।

এছাড়াও, তিনি নিউ জার্সি মেডিকেড থেকে এমন অ্যাপয়েন্টমেন্টের জন্য বিল আদায় করেছেন যা বাস্তবে ঘটেনি, যা সুস্পষ্টভাবে প্রতারণা।

কয়েকজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ডা. কালরা তাদের শরীরের বিভিন্ন সংবেদনশীল স্থানে স্পর্শ করতেন এবং প্রেসক্রিপশন লেখার বিনিময়ে যৌন সুবিধা চাইতেন।

একজন নারী তো অভিযোগ করেছেন যে, চিকিৎসক তাকে একাধিকবার যৌন হেনস্তা করেছেন।

মার্কিন অ্যাটর্নি অ্যালিনা হাব্বা এই ঘটনা প্রসঙ্গে বলেন, চিকিৎসকদের দায়িত্ব অনেক বেশি। রিতেশ কালরা তার এই গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করেছেন।

চিকিৎসার নামে যারা যৌন সুবিধা নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।