শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা কৃষকদলের উদ্যোগে রাজস্থলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতি বিষু সাহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ছগির আহম্মদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি ছিলেন একজন আদর্শবান নেতা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন :