ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

জিম্মি করে ডাকাতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

গত শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মিন্টু রহমানের (৩৪) বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মিন্টু রহমান গতকাল দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিন্টু রহমান নিজ বাড়িতে মুদি দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। শুক্রবার রাতে মিন্টু দোকান বন্ধ করে দরজায় তালা ঝুলিয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে বাড়ির দেয়াল টপকে চারজন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতের দল মিন্টুসহ পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও দোকানের পণ্য নিয়ে যায়।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, অভিযোগ দিয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।