ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ইউটিউব শর্টসের লাগাম

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:১৭ পিএম
ছবি- সংগৃহীত

ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে অনেকেই শর্টস দেখায় আসক্ত। এই অতি-স্ক্রলিং বা ‘ডুমস্ক্রলিং’ অভ্যাস নিয়ন্ত্রণে আনতে ইউটিউব এবার নিয়ে এসেছে নতুন টাইমার ফিচার। এটি ব্যবহারকারীদের শর্টস ভিডিও দেখার সময় সীমা নির্ধারণের সুযোগ দেবে। নতুন ফিচারটি ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপের সেটিংস থেকে চালু করতে পারবেন। এতে দৈনিক শর্টস দেখার জন্য সময়সীমা নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষ হলে ফিচারটি স্ক্রিনে একটি পপ-আপ নোটিফিকেশন দেখাবে, যাতে উল্লেখ থাকবে যে, শর্টস ফিড সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। তবে, চাইলে ব্যবহারকারী সেই পপ-আপ বন্ধ করে আবার স্ক্রল চালিয়ে যেতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

বর্তমানে এই ফিচারটি প্যারেন্টাল কন্ট্রোলের সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ, অভিভাবকরা এখনই তাদের সন্তানের শর্টস দেখার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারবেন না। তবে ইউটিউব বলেছে, আগামী বছর এই নিয়ন্ত্রণ যুক্ত করা হবে যেখানে শিশু ব্যবহারকারীরা আর টাইমার নোটিফিকেশন উপেক্ষা করতে পারবে না।

এর আগে ইউটিউব ‘টেইক এ ব্রেক’ এবং ‘বেড টাইম রিমাইন্ডার’ ফিচার চালু করেছিল যাতে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় পরপর ভিডিও দেখা থেকে বিরতি নিতে পারেন। ‘টেইক এ ব্রেক’ ফিচারে ব্যবহারকারীরা প্রতি ১৫, ৩০, ৬০, ৯০ অথবা ১৮০ মিনিট পর একটি রিমাইন্ডার সেট করতে পারেন। অন্যদিকে ‘বেড টাইম রিমাইন্ডার’ ফিচারটি ব্যবহারকারীদের নির্দিষ্ট ঘুমের সময় নির্ধারণের সুযোগ দেয়। নির্ধারিত সময়ে ইউটিউব একটি নোটিফিকেশন পাঠিয়ে জানায় ‘এখন ঘুমানোর সময়, দেখা বন্ধ করুন’।