ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পীরগঞ্জে মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:৫১ এএম

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া, সাংবাদিক বখতিয়ার রহমান, আ. হাকিম ডালিম, এম এ গণি, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকা-ের শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে সন্ত্রাসীরা।