শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামী নেতা মাওলানা মো. আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন। গত সোমবার রাতে উপজেলা জামায়াতের জরুরি বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ বাদশাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর আগে তিনি এবি পার্টিতে যোগ দিয়ে জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থিতা ঘোষণা করেন। জামায়াতের পৌর সেক্রেটারি আব্দুল মোমেন জানান, অন্য দলে যোগ দেওয়ায় বহিষ্কার করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন