চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি দখলের অভিযোগ উঠেছে। তার জমিতে তিনি নাভানা সিএনজি কনভার্শন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন।
গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাত আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজিতে জোরপূর্বক প্রবেশ করে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার চেষ্টা চালায় বলে অভিযোগ, ডিপজলের পক্ষ থেকে জানান তার ম্যানেজার মো. আব্দুল গণি জানান। এ নিয়ে গত ৩০ জুলাই তিনি দারুস সালাম থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১৭৮।
এদিকে, ডিপজল গত ৪ আগস্ট ওই দিনের একটি ভিডিও ও জিডির কপি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাত আরও ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজিতে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়।
এ সময় তারা আমাদের কর্মচারীদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদান করে। তাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এ ধরনের জোরপূর্বক অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখি এবং আশাবাদী যে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা বলেছেন, গত কয়েক মাস ধরে একটি চক্র ডিপজলকে মামলা-মোকদ্দমা দিয়ে নানাভাবে হয়রানি করছে।
ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক।
নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক কার্যনির্বাহী সদস্য বলেন, ডিপজল চলচ্চিত্রের অকৃত্রিম বন্ধু। তিনি চলচ্চিত্রাঙ্গনের সর্বস্তরের সদস্যদের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। একটি কুচক্রী মহল তাকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন তার জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নাম প্রকাশে অনিচ্ছুক, চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রবীণ সদস্য বলেন, সিনেমার উন্নয়নে এবং গতিশীল রাখতে ডিপজল সবসময়ই উদ্যোগ নিয়ে থাকেন। একের পর এক সিনেমা নির্মাণ করেন। এতে চলচ্চিত্রাঙ্গনের শিল্পী-কলাকুশলীসহ টেকনিশিয়ানদের উপার্জনের ব্যবস্থা হয়। এমতাবস্থায়, তাকে হয়রানি করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। তার জমি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যে চক্র তাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ডিপজলকে হয়রানি করা থেকে মুক্ত করা হোক।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন