রিয়ামনি ও হিরো আলমের সম্পর্কের চড়াই-উৎরাই যেন কোনো রোমান্টিক-ট্র্যাজেডি সিনেমার কাহিনী থেকে একেবারেই কম নয়। জানা গেছে, তাদের পরিচয় হয়েছিল বছর দুয়েক আগে একটি অনুষ্ঠানে, দ্রুতই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, আর সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয়। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় নানা জটিলতা, যা আজকের গসিপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিয়ের প্রথম দিকে সবাই ভাবছিল, রিয়ামনি আর হিরো আলম যেন সোনালি দম্পতি, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। রিয়ামনির পরকীয়া ও মিথ্যা কথা সম্পর্কে শোনা যায় গুঞ্জন, যা তিনি সহ্য করতে পারেননি।
হিরো আলম গসিপের বাজারে এবার সরাসরি জানালেন, ‘রিয়ামনির ভালোবাসা ছিল মিথ্যে, আমি সত্যিই ভালোবাসতাম, কিন্তু মেনে নিতে পারিনি।’ এই কথাগুলো এখন পুরো বিনোদন জগতের হেডলাইন। পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ আমি নিজেকে শেষ করে বুঝিয়ে দিবো যে আমি সত্যিই রিয়াল ছিলাম। কাল বিকাল ৫টায় জানাজা হবে আমার নিজ বাসায়।’
সাম্প্রতিক সময়ে বড় ধরনের ঘটনা ঘটে যায়, যখন হিরো আলম বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই রিয়ামনি এসে তার পাশে থেকে তাকে সেবা করেন, তাকে সুস্থ করে তোলেন। এই ঘটনায় অনেকেই ভাবেন, হয়তো সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে।
কিন্তু সেই সম্ভাবনা প্রায় বিলীন হয়ে যায় যখন ম্যাক্স অভিকে নিয়ে রিয়ামনির পরকীয়ার খবর সামনে আসে।
শোনা যাচ্ছে, রিয়ামনি ও ম্যাক্স অভির সম্পর্ক নিয়ে হিরো আলমের মধ্যে টানাপোড়েন শুরু হয়, আর সেটাই তাদের দুরত্ব আরও বাড়িয়ে দেয়। ম্যাক্স অভির সঙ্গে রিয়ামনির যোগাযোগ ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গসিপ এখন শোরগোল তুলেছে।

এই পোস্ট অনলাইনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় শুরু হয়ে গেছে। কেউ কেউ সহমর্মিতা দেখিয়ে বলছেন, ‘জীবন একটাই, তা মিথ্যা ভালোবাসার জন্য নষ্ট করা কত বড় বোকামি।’
আবার এইরকম সময়েও বিতর্কিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে টিপ্পনী কাটার সুযোগ হাতছাড়া করছেন না কেউ কেউ। তারা বললেন, ‘ঢাকা ১৭ আসনে এমপি নির্বাচন করবেন কে, যখন এত নাটক চলছে?’
এই গসিপ এখন শুধু দুই ব্যক্তির সম্পর্ক নয়, বরং পুরো বিনোদন জগতের গুঞ্জনের কেন্দ্রবিন্দু। এখন সবাই অপেক্ষায় রইল রিয়ামনির বক্তব্যের জন্য, যে কখন তার মুখ খোলে আর এই প্রেমের নাটকের পর্দা উন্মোচন করে।

বিনোদনের মঞ্চে এই ড্রামা নতুন রং নিয়ে চলবে, সেটাই এখন স্পষ্ট। গসিপের আগুন যত বাড়বে, ফ্যানদের কৌতূহল ততই বেড়ে যাবে!
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন