শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মির্জা হাসান

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০১:৫৯ এএম

‘প্যাকলি’– যেখানে ব্যবসা হবে নিজের নিয়মে

মির্জা হাসান

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০১:৫৯ এএম

‘প্যাকলি’– যেখানে ব্যবসা হবে নিজের নিয়মে

বর্তমানে বাংলাদেশের হাজার হাজার ছোট উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি করছেন। কিন্তু অনলাইন ব্যবসার সফলতা শুধু বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়,  এর সঙ্গে জড়িত ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা পণ্যের মজুদ ব্যবস্থাপনা, অর্ডার ম্যানেজমেন্ট, হিসাব রাখা, ডেলিভারি দেওয়া এবং ক্রেতার আস্থা অর্জন। এই প্রতিটি ধাপে উদ্যোক্তাদের সাহায্য করতে এসেছে ‘প্যাকলি’। প্যাকলি একটি সম্পূর্ণ ডিজিটাল ব্যবসা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যা ছোট থেকে মাঝারি কিংবা বড় উদ্যোক্তাদের জন্য তৈরি। এখানে অনলাইন বিক্রি, স্টক ম্যানেজমেন্ট, রিপোর্টিং থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে এক জায়গায়, এক ক্লিকে। এর উদ্যোক্তারা বলছেন, প্যাকলির মাধ্যমে ব্যবসা হবে সহজ, স্মার্ট ও নিজের নিয়ন্ত্রণে। 

দেশের স্বনামধন্য ই-লজিস্টিক্স প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট কুরিয়ার’ এর একটি সহযোগী প্রতিষ্ঠান প্যাকলি। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, প্যাকলি একই সাথে বিজনেস ম্যানেজার এবং মার্কেটপ্লেস হিসেবে ব্যবহার করা যাবে। প্যাকলির বিভিন্ন সুবিধা থাকছে এখানে – 

নিজের নামে ই-কমার্স শপঃ  নিজের নামে ব্র্যান্ডেড অনলাইন শপ তৈরি যাবে প্যাকলিতে। পণ্যের ছবি, স্টক, দাম– সব নিজের মতো ম্যানেজ করা যাবে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে আসা অর্ডার প্রসেসের সুবিধাও থাকছে এতে। 

স্টক ও পণ্যের নিয়ন্ত্রণঃ কোন পণ্য কত আছে, কোনটা শেষ হয়ে আসছে; এসব তথ্য ‘রিয়েল টাইমে’ জানাবে প্যাকলি। রিটার্ন, স্টক ট্রান্সফার বা অভ্যন্তরীণ ব্যবহারের হিসাবও রাখা যাবে সহজে।
পস সেল (ফিজিক্যাল দোকানের বিক্রি)ঃ ফিজিক্যাল দোকানে বিক্রির জন্য রয়েছে সহজ পস (পয়েন্ট অব সেল) সিস্টেম। দোকানে কাস্টমার এলে ইনভয়েস তৈরি, স্টক কমানো ও রিপোর্ট তৈরি হবে মাত্র কয়েক ক্লিকে।
বিক্রি ও লাভ – লোকসান রিপোর্টঃ দিনশেষে কত বিক্রি হলো, লাভ কত, খরচ হলো কোথায়; এসব তথ্য ‘অটোমেটিক রিপোর্ট’ আকারে উপস্থাপন করবে প্যাকলি। ব্যবসার উন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য থাকবে হাতের নাগালে।
কুরিয়ার ও ডেলিভারি সুবিধাঃ ক্রেতা অর্ডার দিলেই প্যাকলি দেবে পার্সেল তৈরির ব্যবস্থা। দেশের সেরা কুরিয়ার সার্ভিসগুলো প্যাকলিতে যুক্ত, তাই ডেলিভারি হবে সময়মতো। পছন্দ মতো লজিস্টিক্স প্রতিষ্ঠান বেছে নিয়ে সেখানেই পার্সেল ডেলিভারির অর্ডার প্লেস করা যাবে। 

হিসাব ও ফিন্যান্স মডিউলঃ ইনকাম, খরচ, দেনা-পাওনা, ইনভয়েস- সবকিছু থাকবে ডিজিটালি। হিসাব ভুল হওয়ার সুযোগ নেই, ব্যবসা থাকবে গুছিয়ে।

ভিডিও ও রিল ফিচারঃ নিউ মিডিয়ার বর্তমান সময়ে শুধু ছবি দিয়ে আর পণ্যের প্রচারণা হয় না। আগ্রহী ক্রেতারা এখন পণ্য বা সেবা সংশ্লিষ্ট ভিডিও দেখতে চান। এ বিষয়টি বিবেচনায় রেখে রিল ফিচারে ‘বাই নাউ’ বাটন যুক্ত করে ক্রেতাকে সরাসরি পণ্য বা ভার্চুয়াল শপে নেওয়ার সুযোগ রয়েছে প্যাকলিতে।

প্যাকলি সম্পর্কে এর উদ্যোক্তা ও স্টেডফাস্ট কুরিয়ারের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়ন ইনফোটেককে বলেন, দীর্ঘদিন থেকে ইকমার্স ও ইকমার্স লজিস্টিকস নিয়ে কাজ করছি। ইকমার্স ব্যবসায়ীদের দুশ্চিন্তা ও ভোগান্তির বিষয়গুলো সব সময় বোঝার চেষ্টা করেছি। আমাদের দেশে স্বয়ংসম্পূর্ণ বিজনেস ম্যানেজার এবং কোয়ালিটি মার্কেটপ্লেসের অভাব রয়েছে। এই সম্পর্কিত সমস্যাগুলোর সমাধানের উদ্দেশ্যেই প্যাকলি চালু করা হচ্ছে। আমাদের লক্ষ্য গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে আস্থার ঘাটতি কমানো, একটা বিশ্বস্ত সেতুবন্ধক হিসেবে কাজ করা; সাথে ব্যবস্থা ব্যবস্থাপনার কাজগুলো সহজ করা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!