রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি প্রথমবারের মতো পঞ্জিকাবর্ষে ফরেন রেমিট্যান্স সংগ্রহে ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জন করেছে। গত সোমবার এই সাফল্য স্মরণীয় করে রাখতে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করেন। প্রবাসীদের আস্থা, যুগোপযোগী রেমিট্যান্স-সেবা, অংশীগণের আস্থা, সর্বোপরি রেমিট্যান্স-সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার কারণে এই সাফল্য অর্জিত হয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন