বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০২:০৮ এএম

আদর্শ স্ত্রীর ৫ গুণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০২:০৮ এএম

আদর্শ স্ত্রীর ৫ গুণ

পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক স্বামী-স্ত্রীর। এ সম্পর্কের চেয়ে মধুর কোনো সম্পর্ক নেই। শান্তিময় ও সুখী পরিবার গঠনে আদর্শ স্ত্রীর বিকল্প নেই। স্ত্রীর পাঁচটি গুণ এমন রয়েছে যেগুলোর মাধ্যমে স্বামী তার প্রতি বেশি আকৃষ্ট হয় এবং সংসারে সুখ-শান্তি বৃদ্ধি পায়।

নিন্মে আদর্শ স্ত্রীর সে পাঁচটি গুণ তুলে ধরা হলো- 

এক. স্বামীকে যথাযথ সম্মান করা: রাসুল (সা.) বলেছেন, ‘আমি যদি (আল্লাহ ছাড়া) অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার হুকুম দিতাম।’ (তিরমিজি: ১১৫৯)।

দুই. স্বামীর আদেশ পালন করা: রাসুল (সা.) বলেছেন, ‘নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর অনুগত হবে, তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।’ (মুসনাদে আহমাদ :১৬৬১)।

তিন. স্বামীকে ভালোবাসা: রাসুল (সা.) বলেছেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী।’(সুনানে আবু দাউদ:২০৫০)।

চার. স্বামীর আমানত রক্ষা করা: স্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো- স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব ও স্বামীর সম্পদের হেফাজত করা। 
মহান আল্লাহ তায়ালা বলেন, ‘সাধ্বী স্ত্রীরা হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালে তার হেফাজত করে।’ (সুরা নিসা: ৩৪)।

পাঁচ. স্বামীকে খুশি রাখা: রাসুল (সা.) বলেছেন, আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? তা হলো, নেককার স্ত্রী। সে (স্বামী) তার (স্ত্রীর) দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয়। তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয়। সে যখন তার থেকে অনুপস্থিত থাকে, তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে। (আবু দাউদ: ১৬৬৪)।

সংসারকে সুখী, শান্তিময় ও টেকসই করতে একজন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদর্শ স্ত্রী শুধু স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেই থেমে থাকেন না, বরং স্বামীর অনুপস্থিতিতেও তার মর্যাদা, সম্পদ ও আস্থার প্রতি পূর্ণ দায়িত্বশীল থাকেন। ইসলামের দৃষ্টিতে যে গুণগুলো একজন স্ত্রীর মধ্যে থাকা উচিত, সেগুলো বাস্তবজীবনে অনুসরণ করলে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, আস্থা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হয়। ফলে পরিবারে আসে প্রশান্তি ও কল্যাণ, যা একটি সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!