মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০২:০৫ এএম

শায়লা সাথী খুব বিপজ্জনক মেয়ে: আরোহী মিম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০২:০৫ এএম

শায়লা সাথী ও আরোহী মিম। ছবি- সংগৃহীত

শায়লা সাথী ও আরোহী মিম। ছবি- সংগৃহীত

বিতর্কিত ইউটিউব চ্যানেল ‘প্র্যাঙ্ক কিং’-এর প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে ওঠা অনৈতিক ও পেশাগত অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বয়ে গেছে।

আগেও এ বিষয়ে মুখ খুলেছেন চ্যানেলের কয়েকজন সাবেক সদস্য। তারা অভিযোগ করেছিলেন, শায়লা সাথীর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে টিমে পক্ষপাতিত্ব ও অবহেলার পরিবেশ তৈরি হয়েছিল, এমনকি বিনা কারণে সদস্যদের বাদ দেওয়ার ঘটনাও ঘটেছে।

এবার সেই বিতর্কে সরাসরি মুখ খুললেন ‘প্র্যাঙ্ক কিং’ টিমের বর্তমান সদস্য ও অভিনেত্রী আরোহী মিম। তিনি শায়লা সাথী সম্পর্কে বলেন, ‘সাথী এই টিমে পলিটিক্স করতেছে। সাথীর জন্য টিমের অনেক সদস্য সমস্যার সম্মুখীন হয়েছে এবং হচ্ছে, এগুলো সম্পূর্ণ সত্যি। এক বছর ধরে সাথী আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। আমি সাথীর পলিটিক্সের শিকার। শেষ কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখা যাচ্ছে, সবই সত্য। সাথীর জন্য আমাদের টিমের অনেক সদস্য চলে গেছে। আমি এখন এই টিমের সদস্য হয়ে বলছি, এটা একদম সত্য কথা।’

যোগ করে তিনি আরো বলেন, ‘টিমের ভেতরে কার জন্য কি হচ্ছে বা হচ্ছে না, কার ক্ষতি হচ্ছে আমি জানি। সাথীর জন্যই আমাদের টিমের অনেক সদস্য চলে যেতে বাধ্য হয়েছে। অনেকের রিজিক সাথী মেরেছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি কিভাবে বললাম? প্রমাণ আমি নিজেই। আমি তো এখনো এই টিমে আছি। সে কোথায় কোথায় ষড়যন্ত্র করে, এটাও জানি। সাথী খুব বিপজ্জনক মেয়ে। সে আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক পায়তারা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এখনো বের করতে পারেনি। আমার অবস্থান নরমাল নয়, যে চাইলেই বের করতে পারবে। আমাকে টিম থেকে বের করা সহজ নয়।’

প্রশ্ন রেখে আরোহী মিম আরও বলেন, ‘সাথী ওর মতো কাজ করছে আর আমি আমার মতো করে কাজ করছি। আমি ওর জায়গা কেন নিব বা ও আমার জায়গা কেন নিতে আসবে? দোষ করে সাথী, আবার পাবলিকের কাছে স্ট্যাটাস দিয়ে ভিকটিম সাজে সিমপ্যাথি পাওয়ার জন্য। সাথী হচ্ছে এমন একটা মানুষ। বাংলাদেশের কিছু অডিয়েন্স বোকা, কিছু চালাক। সাথীর অডিয়েন্স বোকা। সাথী ফেসবুকে যা লেখে, তার দর্শক সেটাই বিশ্বাস করে। সাথী নিজে সকলের বিরুদ্ধে শত্রুতা করে এবং সবার পিছনে লাগে, সবার ক্ষতি করার চেষ্টা করে। আবার নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভিকটিম সাজে। কেউ ধারণাও করতে পারে না সাথী কতটা বিপজ্জনক। ওর ভিতরের রূপ একেবারেই অন্যরকম। এটা তার দর্শক কখনো বুঝতে পারে না।’

বলা দরকার, সম্প্রতি আরোহী মিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে রেগে গিয়ে শায়লা সাথীর মুখে জুতা ছুঁড়ে মারেন এই অভিনেত্রী। স্কুল গ্যাং নামের ওয়েব সিরিজের শুটিং সেটে এমনটাই ঘটেছে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন মিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।

Shera Lather
Link copied!