ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভোররাতে নাজমুল হক বাড়িতে আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, বাড়িতে কেউ না থাকায় অগ্নিকা-ের ঘটনা কেউ জানতে পারেনি।
পরিবার সূত্র জানা যায়, বাড়িতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র থেকে গৃহস্থালি কোনো কিছুই রক্ষা পায়নি।
ঘটনার পরপরই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিএনপির ইতিহাস মুছে ফেলার জন্য পরিকল্পিত হামলা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
প্রয়াত নাজমুল হকের বড় ছেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
ছোটছেলে নাদিমুল হক বলেন, ‘আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি নিছক আগুনের ঘটনা নয়, এটি বিএনপির অস্তিত্বের ওপর আঘাত।’
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে।