ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ট্রাম্প-পুতিনের বৈঠককে ‘প্রয়োজনীয়’ বললেন জেলেনস্কি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:৫০ এএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কার আ্যাঙ্কোরেজে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই প্রভাবশালী নেতার এই বৈঠককে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনার অংশ হতে হবে। আলাস্কা বৈঠকের আগে তিনি রাশিয়াকে উদ্দেশ্য করে আহ্বান জানান, ‘যুদ্ধটি রাশিয়াই শুরু করেছে, তাই তারাই এর ইতি টানবে।’

তিনি একে ‘প্রয়োজনীয় বৈঠক’ আখ্যা দিয়ে পুনরায় জোর দিয়ে বলেন, ‘কিয়েভকে অন্তর্ভুক্ত করা ছাড়া কার্যকর সিদ্ধান্ত সম্ভব নয়।’

তবে আজকের আ্যাঙ্কোরেজ বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘নিরাপত্তা দরকার, নিশ্চয়তা দরকার, স্থায়ী শান্তি দরকার। সবাই মূল লক্ষ্য জানে। বাস্তব ফলাফল অর্জনে যারা সহায়তা করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।’

বর্তমানে আ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। এর পর তারা ‘ওয়ার্কিং লাঞ্চ’-এ যোগ দেবেন, যেখানে আরও অনেকে উপস্থিত থাকবেন। তবে পুরো প্রক্রিয়াই সাধারণ মানুষের চোখের আড়ালে চলছে।

ওয়াশিংটন থেকে ট্রাম্পের সঙ্গে আলাস্কায় আসা সাংবাদিকরা বাইরে একটি তাঁবুতে অবস্থান করছেন। নির্দিষ্ট সময়ে তাঁদের যৌথ সংবাদ সম্মেলনের জন্য ডাকা হবে। সেটি হবে নিকটবর্তী একটি বলরুমে।

বিশ্বের দৃষ্টি এখন সেই সংবাদ সম্মেলনের দিকে, যেখানে জানা যাবে আলোচনার ফলাফল।
তথ্য সূত্র: বিবিসি