ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

প্রশিক্ষণ কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:৩৬ এএম

বরগুনার পাথরঘাটায় নারী ও পুরুষদের জন্য জলবায়ু সহনশীল কৃষি, কৃষি পণ্য যথাযথ বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির পিসিআরসি প্রকল্পের সহযোগিতায় উপজেলার পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা গ্রামের মোট ১৮ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের গ্রুপ পরিচালনা, ব্যবসা উন্নয়ন এবং কমিউনিটি সংযোগকারী হিসেবে দক্ষতা বৃদ্ধি করা। উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস বলেন, ‘গ্রুপ সংযোগকারীদের দক্ষতা বাড়লে গ্রামের মানুষ নিজেরাই আয়ের পথ তৈরি করতে পারবে। সিসিডিবি তাদের পাশে থেকে সহায়তা করবে।’