ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:৩৪ এএম

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশের লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানকারী তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ফেনসিডিলের মোট পরিমাণ প্রায় ৪০ হাজার মিলিলিটার, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। গ্রেপ্তার তিনজন হলেনÑ শমসের আলী (৩২), মো. রানা (৩৮) ও অছির উদ্দিন (৪০)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।