যশোরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছিন আরাফাত শীষ (৬) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরতলী শেখহাটি বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শীষ শেখহাটি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং প্রিজন্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির ছাত্র। জানা যায়, সকালে সাড়ে ৭টার দিকে বড় ভাই ইয়াছিন আরাফাত সাদের বাইসাইকেলের পেছনে বসে স্কুলে যাচ্ছিল শীষ। পথিমধ্যে শেখহাটি বাবলাতলার রিপন হোসেনের বাড়ির সামনে পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৩৬৯৭) তাদের ধাক্কা দেয়। এতে শীষ সড়কে ছিটকে পড়ে, এবং ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বড় ভাই সাদ (১০) সামান্য আহত হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার পর নিহত ছাত্রের মাথা সড়কের সঙ্গে চূর্ণ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

