ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রায়পুরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চান আশরাফ উদ্দিন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:৪০ এএম

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল জানিয়েছেন, তিনি রায়পুরাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।

দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটির সঙ্গে যুক্ত এই নেতা স্থানীয় রাজনীতিতে ব্যাপক পরিচিত। রায়পুরাবাসীর সুখ-দুঃখে পাশে থাকায় তিনি ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন। করোনাকালে অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ঈদ উদযাপন, খেলাধুলা এবং সমাজসেবা কার্যক্রমে তার সক্রিয়তা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়ী হব। নির্বাচিত হলে রায়পুরাকে পূর্ণ আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনই আমার প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বিএনপি হিংসার রাজনীতি করে না। আমরা সমাজ থেকে ন্যায়বিচ্যুতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে কাজ করি। আমি চাই রাজনীতিতে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনসেবা ও সমাজের কল্যাণে কাজ করতে।’

এ ছাড়া আশরাফ উদ্দিন বকুল জানান, ‘মহান সৃষ্টিকর্তার কৃপায় আমি অনেক পেয়েছি। রাজনীতিতে এমপি হয়ে ব্যক্তিগত স্বার্থ অর্জনের কোনো ইচ্ছা নেই। আমি চাই সমাজে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করতে। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের মাধ্যমে দলীয় মনোনয়ন পেলে তা সকলের দোয়া ও সমর্থনের মাধ্যমে সম্ভব হবে।’

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে রায়পুরার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও খেলাধুলাসহ সব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা হবে এবং প্রতিটি নাগরিককে সেবা ও নিরাপত্তা প্রদান করা হবে।