লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে দুই জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। পুশইনের শিকার দুই ব্যক্তিকে আটকের পর থানায় দিয়েছে বিজিবি। গতকাল রোববার ভোরে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী আউলিয়ার হাট সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন। আটককৃত দুই ব্যক্তি মো. রানু মোল্লা (৬০) ও মো. আবু সিদ্দিক (৫০)। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়।
বিজিবি জানিয়েছে, রোববার ভোরে ৬১ বিজিবি পাটগ্রাম বুড়িমারী বিওপির পঁয়ষট্টিবাড়ী দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৫এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্প ২ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করেন। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, প্রায় ২ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। গুজরাট প্রদেশের বসবাস করতেন। ওই দুইজন শারীরিক প্রতিবন্ধী। আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে তাদের অবৈধভাবে বাংলাদেশের ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।