ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ওপেন হাউস ডে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:১১ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়। এতে ফুলবাড়ী থানা এলাকায় মাদক, জুয়া, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং রোধসহ সহজে আইনি সেবাপ্রাপ্তির বিষয়টি জনগণের কাছে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক। আরও বক্তব্য  দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান প্রমুখ।