ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

‘বৃষ্টিবলয় স্পিড’ আঘাত হানবে বৃহস্পতিবার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি বিডব্লিউওটি-এর ফেসবুক থেকে নেওয়া।

‘বৃষ্টিবলয় স্পিড’ আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বুধবার (২০ আগস্ট) বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

পোস্টে বলা হয়েছে, বৃষ্টিবলয় স্পিড চালু হচ্ছে আগামীকাল। তবে যেমনটা জানানো হয়েছিল, মূল বৃষ্টি দক্ষিণাঞ্চলে ও উপকূলে। ভারি থেকে অতিভারি বর্ষণ উপকূলীয় জেলাগুলোয়।

তাই অন্যান্য এলাকায় উপকূলের মতো এত বৃষ্টি আশা করা যাবে না, বিস্তারিত আজ রাতে আসছে ইনশাআল্লাহ বলেও জানানো হয়।

আরেক পোস্টে বলা হয়, দেশের দক্ষিণে ছড়িয়ে-ছিটিয়ে বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বৃষ্টিবলয় স্পিড চালু হলে ভোরে বা সকালে এই বৃষ্টি উপকূলে অনেকটা টানা বৃষ্টিতে রূপ নিতে পারে।

এর গতকাল মঙ্গলবার বিডব্লিউওটি আরেক পোস্টে জানিয়েছিল, এই বৃষ্টি বলয়টি ২১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে।

আক্রান্ত অঞ্চলভেদে প্রভাবের মাত্রা

সর্বোচ্চ আক্রান্ত এলাকা: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ।

মাঝারি মাত্রায় আক্রান্ত এলাকা: রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ।

কম মাত্রায় আক্রান্ত এলাকা: রংপুর বিভাগ।