ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ইসির নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:১০ পিএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্ধারণ করে নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুমোদন পেলেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে জানিয়েছে কমিশন।

চিঠিতে ইসি জানায়, এবারের রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, বিভিন্ন ম্যানুয়াল ও নির্দেশিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জামাদির ব্যবহার উপযোগী করা, পোস্টার ও পরিচয়পত্র মুদ্রণসহ নানা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে

একই সঙ্গে নির্বাচনী বাজেট বরাদ্দ, জনবল নিয়োগ ও প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলো কীভাবে প্রচারণা চালাবে সে বিষয়েও করণীয় নির্ধারণ করেছে কমিশন।

ইতোমধ্যে এনআইডি সেবা সহজীকরণের উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন করে সুযোগ রাখা হয়েছে।

কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন। এ জন্য ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা হয়েছে। তবে ভুয়া বা জাল পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার নির্দেশনা দিয়েছে কমিশন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার ও ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। রোডম্যাপের খসড়া অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করবে ইসি।