ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:৩৬ পিএম
সাটুরিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

র‌্যালিটি সাটুরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলীয় নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, কাজী রুবায়েদ আহমেদ সাব্বির, আরিফুল ইসলাম আরিফসহ আরও অনেকে।

বক্তারা দেশবাসীর প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আন্দোলনের রাজপথে থাকবে।’

এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।