মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণাধীন কলাতলা-নিলখী সেতুর কাজে দেখা দিয়েছে জটিলতা। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ এখনো না দেওয়ায় এলাকাবাসী একপাশের কাজ বন্ধ করে দেন। তবে সেতুর অন্যান্য অংশের কাজ চলমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, ৯৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য ৬৭০ মিটার এবং প্রস্থ ৯.৮৩ মিটার। ২০২৩ সালের ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় এবং প্রকল্পটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এরই মধ্যে সেতুর প্রায় ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়।
এলজিইডি প্রকৌশলী মো. এ কে এম রেজাউল করিম বলেন, সেতুর কাজ দ্রুতগতিতেই চলছে। আপাতত একপাশের কাজ স্থানীয় সমস্যার কারণে বন্ধ। তবে ভেতরের কাজ এবং আশপাশের নির্মাণ কার্যক্রম অব্যাহত।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম বলেন, ‘এখানে ভূমি অধিগ্রহণ নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। বিশেষ করে সেতুর প্রান্তে নদীর কিছু জায়গা অধিগ্রহণের প্রক্রিয়ায় আছে। আমরা সব কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সিদ্ধান্ত এলেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হবে।’
সেতুটি নির্মিত হলে মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার মানুষ সরাসরি সংযুক্ত হবে। একই সঙ্গে ভাঙ্গা উপজেলার কিছু অংশের মানুষও এ সেতুর সুবিধা ভোগ করবে। ফলে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে নতুন এক যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টি হবে।
এ সেতু ঘিরে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও ভূমি অধিগ্রহণজনিত জটিলতা কবে নাগাদ কাটবে, সেই প্রশ্ন এখন সবার মনে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন