ভারতীয় ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের অন্যতম স্তম্ভ, নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আজ রোববার (২৪ আগস্ট), নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।
২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার ভারতের জার্সি পরেছিলেন পূজারা। এরপর থেকে তিনি আর জাতীয় দলে সুযোগ পাননি।
মূলত টেস্ট ব্যাটার হিসেবেই পরিচিতি পাওয়া এই ডানহাতি তারকা তার পোস্টে লেখেন, ভারতের জার্সি গায়ে চাপিয়ে যতবার মাঠে নেমেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব।
তিনি আরও যোগ করেন, সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই অপরিসীম কৃতজ্ঞতা নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পূজারার। তিনি ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং টেস্ট ক্রিকেটে দেশের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
৪৩.৬০ গড়ে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরির সাহায্যে তার মোট রান ৭১৯৫। ওয়ানডেতে ৫টি ম্যাচ খেললেও, কোনো টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়নি তার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন