বাংলাদেশ ফুটবলে দিনটি মিশ্র অনুভূতির। ঢাকায় যেখানে হামজাদের নেতৃত্বে জাতীয় দল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হেরে গেছে, ঠিক সেই সময় দুবাইয়ে উড়ছে বাংলাদেশের অ-১৭ নারী দল। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে অর্পিতা বিশ্বাসরা।
এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ দল আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে তারা সিরিয়াকে ২-০ গোলে হারায়, আর দ্বিতীয় ম্যাচে শুক্রবার রাতে আমিরাতের বিপক্ষে আরও বড় জয় তুলে নেয়।
দলের ঘনিষ্ঠ সূত্র ও বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী, আজকের খেলায় আলপী করেছেন দুটি গোল, আর একটি গোল করেছেন প্রীতি। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরেক গোল যোগ করে ৩-০ গোলের চমকপ্রদ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামীকালই (১০ অক্টোবর) বাংলাদেশ দল জর্ডান রওনা দেবে। তবে ভিসা জটিলতার কারণে তিনজন কোচিং স্টাফ দুবাই যেতে পারেননি; তারা সরাসরি জর্ডান পৌঁছাবেন। সেখানে ১৩ অক্টোবর জর্ডানের বিপক্ষে এবং ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলবে অর্পিতারা।
এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পেতে হলে বাংলাদেশকে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন