শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৬ পিএম

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৬ পিএম

দলের ব্যাটিং ব্যর্থতার দিনে একাই লড়াই করছেন ফাহিমা খাতুন। ছবি- সংগৃহীত

দলের ব্যাটিং ব্যর্থতার দিনে একাই লড়াই করছেন ফাহিমা খাতুন। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের ধাক্কার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আরও বড় ব্যবধানে হারল বাংলাদেশ। কিউইদের কাছে ২২৮ রানের লক্ষ্য পেলেও দলের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২৭ রানে অল আউট হয়।

ম্যাচের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ৩৩ রানের মধ্যে ছয়জন ব্যাটসম্যান ফিরে যান। একমাত্র ফাহিমা খাতুন ৮০ বলে ৩৪ রান করে দলের সংগ্রহ সামলান। অষ্টম উইকেটে তার সঙ্গে রাবেয়া খান ৩৯ বলে ২৫ রান যোগ করেন। নাহিদা আক্তার দুই অঙ্কে পৌঁছান মাত্র ১৭ রান করে। এই সামান্য প্রতিরোধ সত্ত্বেও বাংলাদেশ বড় ব্যবধানে হারে।

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে শুরুতে তারা ভালো করলেও রাবেয়া খান জর্জিয়া প্লিমারকে ফেরান এবং পরের বলেই অ্যামেলিয়া কারকেও আউট করেন। দলের ৩৮ রানে সুজি বেটস রান আউট হলে কিছুটা বিপদে পড়ে কিউইরা। 

এরপর সোফি ডিভাইন এবং ব্রুক হলিডে চতুর্থ উইকেটে যোগ করে ১১২ রান যোগ করেন। হলিডে ৬৯ রান করে আউট হন, ডিভাইন করেন ৬৩। শেষদিকে ম্যাডি গ্রিন ২৫, ইসাবেলা গেজ ১২ এবং লি তাহু অপরাজিত ১২ রানে দলের সংগ্রহ শেষ হয়।

বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নেন রাবেয়া খান। এছাড়া মারুফা, নাহিদা আক্তার, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন। তবে বাকি বোলারদের পারফরম্যান্স তুলনামূলকভাবে দুর্বল থাকায় নিউজিল্যান্ডের ইনিংস শক্তিশালী হয়।

শেষ পর্যন্ত ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন কোনো বড় প্রতিরোধ গড়তে না পারায় ১০০ রানের ব্যবধানে হারে মাঠ ছাড়তে হয়। ফাহিমা খাতুন একাই দলের লড়াই করেন। 

Link copied!