বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা একটি ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা ট্রাকচালক মো. আব্দুর রশিদ (৫২), হেলপার মো. সোহেল রানা (৩১) এবং তাদের সহযোগী মো. রঞ্জু (৩১)। উদ্ধার হওয়া চালের ওজন প্রায় ১৫,০০২ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গত ১৯ আগস্ট দিনাজপুরের হিলি এলাকা থেকে ঢাকার আশুলিয়ায় সরবরাহের জন্য ‘সম্পা কাটারী’ ব্র্যান্ডের ৫৭৭ বস্তা চাল একটি ট্রাকে লোড করা হয়। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকচালক ও হেলপার চালসহ পালিয়ে যান।’
এ ঘটনায় গত ২২ আগস্ট দিনাজপুরের পরিবহন ব্যবসায়ী দেলোয়ার হোসেন বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং অভিযান চালিয়ে চালসহ ট্রাকটি উদ্ধার করে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক পরিবহনের নামে এ ধরনের পণ্য আত্মসাৎ করে আসছিলেন। তাদের মধ্যে রঞ্জুর বিরুদ্ধে ৬টি, রশিদের বিরুদ্ধে ১টি এবং সোহেল রানার বিরুদ্ধে ১টি মামলা পূর্ব থেকেই বিচারাধীন রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন