আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট হংকং। এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার-কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জন নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কেউ থাকলেই সেই খরচ বহন করবে বোর্ড।
তবে হংকং এই টুর্নামেন্টে ২০ জন ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত প্রত্যেক ক্রিকেটারের সামর্থ্য এবং দক্ষতা ভালোভাবে যাচাই করার জন্য।
হংকং দলের প্রধান কোচ কুশল সিলভা বলেন, এশিয়া কাপের এই সফর আমাদের জন্য একটি নতুন যাত্রার সূচনা। এই টুর্নামেন্ট আমাদের আসন্ন ম্যাচগুলোর জন্য মূল প্রস্তুতি হিসেবে কাজ করবে।
আমরা ২০ জন ক্রিকেটারকে নিয়ে যাচ্ছি, যেন প্রত্যেক খেলোয়াড়কে ভালোভাবে মূল্যায়ন করা যায় এবং তারা নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পায়। এতে তাদের মধ্যে জয়ের মানসিকতা তৈরি হবে।'
এশিয়া কাপে হংকং দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা। তার ডেপুটি হিসেবে থাকছেন ব্যাটার বাবর হায়াত, যিনি টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার।
২০১৬ সালে ফতুল্লায় ওমানের বিপক্ষে তার খেলা ১২২ রানের ঝলমলে ইনিংসটি আজও ক্রিকেটপ্রেমীদের মনে আছে।
এবারের এশিয়া কাপে 'বি' গ্রুপে খেলবে হংকং। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং।
এরপর ১১ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।
এশিয়া কাপে হংকংয়ের ২০ সদস্যের দল
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ এবং এহসান খান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন