আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। প্রথম ম্যাচেই ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে হারের পর দলের বোলারদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তোলেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বরং হারের মূল দায় চাপিয়েছেন ব্যাটিং ব্যর্থতার ওপর, যা বোলারদের জন্য যথেষ্ট পুঁজি এনে দিতে পারেনি।
মিরাজের আফসোস, ‘আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’
মাত্র ২২১ রানের লক্ষ্য নিয়েও বাংলাদেশের বোলাররা আফগানদের ইনিংসকে ৪৭.১ ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বর্তমান ওয়ানডে ক্রিকেটে ২২১ রান যে জেতার জন্য যথেষ্ট নয়, তা দিনের আলোর মতোই স্পষ্ট।
অধিনায়ক মিরাজের কণ্ঠেও সেই হতাশার সুর—‘যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো।’
ম্যাচের বিশ্লেষণও মিরাজের কথাকেই সমর্থন করে। বাংলাদেশের ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ১০১ রানের একমাত্র বড় জুটিটি ছিল স্বস্তির নিশ্বাস।
এই জুটি বাংলাদেশকে ২২১ রানের সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু এরপর? দ্বিতীয় সর্বোচ্চ জুটি মাত্র ২৮ রানের!
অন্যদিকে, আফগানিস্তানের রান তাড়ায় কোনো একক জুটি শত রান না করলেও তারা তিনটি অর্ধ-শতাধিক রানের জুটি গড়ে তোলে—৫২, ৭৮, ও ৫৯ রানের, যা ছোট ছোট কিন্তু ধারাবাহিক পুঁজি দিয়ে সহজেই জয় নিশ্চিত করে।
টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে হলে এই সিরিজ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আশাবাদী মিরাজ জানিয়েছেন, ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন