সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় লক্ষ্মীপুর জেলায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে টানা ১৮ দিন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ ছাড়া স্কুলবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের ইপিআইয়ের আওতায় বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
চলতি কার্যক্রমে জেলার লক্ষ্যমাত্রা ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টিকার আওতায় আনা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন